ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

খালেদা জিয়াকে সরকার চ্যালেঞ্জ মনে করছে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৭ আগস্ট ২০২২  
খালেদা জিয়াকে সরকার চ্যালেঞ্জ মনে করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ফটো)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার খালেদা জিয়াকে চ্যালেঞ্জ মনে করছেন বলেই তাকে বন্দী রেখেছে। খালেদা জিয়া হচ্ছেন দেশের গণতন্ত্র রক্ষা, বাকস্বাধীনতা ও দেশপ্রেমের প্রতীক। বর্তমান সরকার নির্বাচন কমিশন ও ভোটকে আইসিইউতে পাঠিয়েছে। গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে। এখন সরকার নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করছে। তবে আর বেশি দিন সেটা পারবেন না। দেশের মানুষ আপনাদের এসব কর্মকাণ্ড আর চলতে দেবে না।’ 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এই সমাবেশের আয়োজন করে দলটি।

রিজভী বলেন, ‘কয়েকদিন আগেই পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন বিএনপির মিছিলে আর বাঁধা দেওয়া হবে না। কিন্তু আমরা দেখলাম, ওই বক্তব্যের পরপরই হামলার মাত্রা আরও বেড়ে গেছে। শ্রীনগর, ফেনী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, পটুয়াখালী বিরোধী নেতা-কর্মীদের রক্তে রক্তাক্ত হচ্ছে। কোথাও পুলিশ নিজেরা, আবার কোথাও পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের লোকরা হামলা চালাচ্ছে। এই হলো বর্তমান সরকারের শাসন ব্যবস্থা।’

আরো পড়ুন:

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘জনগণ রাস্তায় নামতে শুরু করেছে। আপনার বিদায়ের দাবিতে জনগণ ঐক্যবদ্ধ। আপনাকে যেতেই হবে।‘

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার মহাসচিব এসএম শাহাদাত, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
 

মেয়া/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়