ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

নয়াপল্টনেই সমাবেশ করতে চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৯ নভেম্বর ২০২২  
নয়াপল্টনেই সমাবেশ করতে চায় বিএনপি

রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে, বিএনপির নেতারা নয়াপল্টনে তাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে চান।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে ডিএমপি কমিশনারের পক্ষে উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন স্বাক্ষরিত অনুমতিপত্র বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

ডিএমপি থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেওয়া প্রসঙ্গে ২০ নভেম্বর দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে গণসমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে, বিধায় ওই স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেওয়া হলো।’

পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চান, সোহরাওয়ার্দী উদ্যানে নয়। তারা নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে অনড় অবস্থানে আছেন।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করব। এখন পর্যন্ত এটাই আমাদের দলের সিদ্ধান্ত। আমরা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করব।’

মেয়া/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়