ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিএনপির প্রতিনিধি দল পঞ্চগড়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৮ মার্চ ২০২৩   আপডেট: ১৮:০৬, ৮ মার্চ ২০২৩
বিএনপির প্রতিনিধি দল পঞ্চগড়ে

আহমদিয়া সম্প্রদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা ‘নিরপেক্ষভাবে’ তদন্ত করতে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পঞ্চগড়ে গে‌ছেন। দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে দ‌লের সদস্য সংখ্যা চার জন ব‌লে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর, সেখান থে‌কে সড়ক পথে প্রতিনিধি দল পঞ্চগড়ে পৌঁছেছেন। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম।

শায়রুল আরও বলেন, বিএনপির প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করবেন। এলাকার বি‌ভিন্ন মানু‌ষের স‌ঙ্গে কথা বল‌বেন। তারা নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করবেন। এরপর প্রতি‌নি‌ধি দল ঢাকায় ফি‌রে গণমাধ্য‌মকে বিস্তা‌রিত জানা‌বেন।

‌মেয়া/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়