ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

এক দাবিতে দুই দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৮ আগস্ট ২০২৩  
এক দাবিতে দুই দলের বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এসব মিছিল বের করা হয়। 

গণতান্ত্রিক বাম ঐক্যের মিছিল-পূর্ব সমাবেশে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, দিনের ভোট আর রাতে হবে না। আমাদের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনে যে দলই বিজয়ী হোক, আমরা স্বাগত জানাবো।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, চাকরি বিধিমালা অনুযায়ী মানুষের সঙ্গে ব্যবহার করুন। কে সরকারে এলো, কে গেলো, সেটা আপনাদের দেখার দরকার নেই। যারা ভালো কাজ করছে জনগণ তাদের পুরস্কৃত করবে। যারা দলীয় লেজুড়বৃত্তি করছে, তাদের শাস্তির আওতায় আনা হবে।

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের মিছিল-পূর্ব সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাঈদুর রহমান পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়