ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৩০ আগস্ট ২০২৩   আপডেট: ১৯:০৮, ৩০ আগস্ট ২০২৩
মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে বিএনপি

মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন করছেন। গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করছেন তারা।

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৩টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।

গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরে মিছিলের কর্মসূচি বাদ দিয়ে মানববন্ধন করছেন তারা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান মানববন্ধনে সূচনা বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান মানববন্ধনে সভাপতিত্ব করছেন। এতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়