ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

জনগণের প্রেসক্রিপসনে হবে সংসদ নির্বাচন: বাবলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ৪ সেপ্টেম্বর ২০২৩  
জনগণের প্রেসক্রিপসনে হবে সংসদ নির্বাচন: বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক বিদেশি বন্ধু নানা ধরনের প্রেসক্রিপসন দিচ্ছে। কিন্তু স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বিদেশি বন্ধুদের প্রেসক্রিপসনে নয়, দেশের সাধারণ জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোট কেন্দ্রভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা-৪ আসনের জাপার এমপি বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থি কোনো আবদার নিশ্চয় বাঙালি জাতি গ্রহণ করতে পারে না।

৫৪ নম্বর ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো.  আসাদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ ইব্রাহীম মোল্লা, স্থানীয় জাপা নেতা  মো. রনি প্রমুখ।

সভায় আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি নির্বাচনীমুখী দল। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আমরা তিনশ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে  নির্বাচনে আগে জোট-মহাজোটও গঠন  করেও নির্বাচনে অংশগ্রহণ করতে হতে পারে। তিনি বলেন, আশির দশকে এমপি থাকা অবস্থায় এরশাদের সহযোগিতায় যেমন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি, ঠিক তেমনি বিগত সাড়ে নয় বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায়  শ্যামপুর-কদমতলীতে ব্যাপক উন্নয়ন করেছি।

/নঈমুদ্দীন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়