ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মেননের আসনে মাঠে সক্রিয় নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৩
মেননের আসনে মাঠে সক্রিয় নজরুল

অধ্যাপক নজরুল ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাচ্ছেন ঢাকা-৮ আসনের মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের টানা দুই মেয়াদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম।

বর্তমান সরকারের দুই মেয়াদে ঢাকা-৮ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দীর্ঘদিন ধরে এ আসনে নেই আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দলের প্রার্থী চান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নির্বাচনকে সামনে রেখে নিয়মিত জনসংযোগ করছেন অধ্যাপক নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরেই এ আসনটিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবারে ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জোরালো দাবিদার হয়ে উঠেছেন নজরুল ইসলাম। বিশেষ করে করোনাকলীন এই অঞ্চলে তার মানবিকতা মুগ্ধ করেছে মানুষকে। ওই সংকটকালে রোগীদের চিকিৎসা, বিনামূল্যে ‍ওষুধ পৌঁছে দেওয়া, মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ দিয়ে মানুষের পাশে ছিলেন।

বর্তমানে হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন মেধাবী শিক্ষার্থী নজরুল ইসলাম। তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৯৮৪ সালে কলেজ শাখা ছাত্রলীগের সঙ্গে কাজ শুরু করেন। পরবর্তীতে কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দলের দুঃসময়ে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাগত জীবনেও নজরুল ইসলাম তার রাজনৈতিক ধারাবাহিকতা অব্যাহত রাখেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কার্যকরি সদস্য।

নজরুল ইসলাম স্বাধীনতা চিকিৎসক পরিষদ মনোনীত প্যানেল থেকে পরপর তিনবার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচিত কাউন্সিল সদস্য। তিনি স্বাধীনতা   চিকিৎসক পরিষদের প্যানেল  থেকে বিগত বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) নির্বাচনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

রাজপথের নানা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন নজরুল ইসলাম। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী থাকার সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। দুর্দিনে ছাত্রলীগকে সংগঠিত করতে কাজ করেন। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চারদলের সরকারের আমলে রাজপথে আন্দোলন কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। বিশেষ করে ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলার সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের হয়ে ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান ও আহত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর রাখেন। এক-এগার পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচিতে নিয়মিত অংশ নেন।

বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৮ ও সংসদীয় আসন-৯ এর সাংগঠনিক টিমের সদস্য হিসাবে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন এবং কমিটি গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন।

রাজনীতির পাশাপাশি স্বনামধন্য একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে চলেছেন নজরুল ইসলাম। তিনি ব্যক্তিগত উদ্যোগে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রীসহ অর্থ ও ত্রাণসামগ্রী সরবরাহ করে থাকেন। করোনা মহামারির সময়ে তিনি দুই হাজারের বেশী করোনা রোগীর জন্য বিনামূল্যে ওষুধ সামগ্রী বাসায় সরবরাহ করেন।

লেখক হিসেবেও বিশেষ পরিচিত নজরুল ইসলাম। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে-মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল, মহানায়কের  মহাকাব্য, কেন তিনি জাতির পিতা, হাড় সুস্থ রাখুন ভালো থাকুন, তিনশ পয়ষট্টি দিন। তিনি বর্তমানে গণকবর, বদ্ধভূমি ও  প্রতিরোধ যুদ্ধ নিয়ে গবেষণার কাজ করছেন।

আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোকে ঢেলে সাজানোর এখনই সময়। উন্নয়নকে টেকসই করতে এখন রাজনৈতিক অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়ার খুব প্রয়োজন। আমার রাজনৈতিক গবেষণা ও বিশ্লেষণ আমাকে বংলাদেশের আপামর জনতার মৌলিক চাহিদার একটা আয়নার সামনে দাঁড় করিয়েছে। আমি এখানে দেখতে পাই জনগণ এখন সামাজিক উন্নয়ন চায়। যা ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমি সেই অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধু কন্যার সামাজিক উন্নয়নে কাজ করার জন্য মানসিক ও তাত্ত্বিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য আর অন্ন-বস্ত্রের যে মৌলিক চাহিদা মাঝে-মধ্যে সেটি হুমকির মধ্যে পড়ে যায়। এর কারণ সমাজে একটা দুষ্টু চক্রের আধিপত্য। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমকে দুষ্টু চক্রটি খুব বেশি ক্ষতি করতে না পারলেও রাজনৈতিক মহলে ঘাপটি মেরে বসে থাকার কারণে তা মাঝে মধ্যে হুমকির মুখে পড়ে। এখন সেই ঘাপটি মেরে থাকা দুষ্টু চক্রকে চিহ্নিত করে অবদমন করা দরকার। আমি প্রধানমন্ত্রীর সেই আগাছা পরিষ্কারের বিপ্লবে সহযোদ্ধা হতে চাই। 

/পারভেজ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়