ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জাপা নেতা টেপা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৩  
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জাপা নেতা টেপা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ শেরাটনের হোটেলের বিপরীতে ট্রাফিক সিগনালে দাঁড়ানো অবস্থায় চলন্ত একটি বাস (বিহঙ্গ) বেপরোয়াভাবে পেছনের দিকে টেপার গাড়িকে সজোরে আঘাত করে। এসময় টেপা সামান্য আহত হলেও প্রা‌ণে বেঁচে যান। ত‌বে তার ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ে‌ছে। এসময় কর্তব্যরত সার্জেন্ট তাকে উদ্ধার করে।

এদিকে, দুর্ঘটনার বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। নেতারা বলছেন, এর আগেও জাতীয় পার্টির শীর্ষনেতাদের গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছে।

জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর বলেন, দাঁড়ানো থাকা গাড়িতে একটি বাস দ্রুত গতিতে আঘাত করা অবশ্যই এটি দুর্ঘটনা হতে পারে না। এটি পরিকল্পিত। টেপা সাহেবকে হত্যার উদ্দেশ্যেই এটি করা হয়েছে।

পার্টির সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার বলেন, আজকে জানমালের কোনও নিরাপত্তা নেই। রাজনৈতিক ব্যক্তিরাও আজ অনিরাপদ। এটি নিছক দুর্ঘটনা নয়।

জাপা নেতা অ্যাডভোকেট মহসিন খান বলেন, এর আগেও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার গাড়িতে একইভাবে আঘাত করা হয়েছিল। এসব ঘটনার সঠিক বিচার না হলে নিরাপত্তাহীনতায় ভুগবে দেশের রাজনীতিবিদরা।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়