ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ধোলাইখালে বিএনপির সমাবেশ চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ধোলাইখালে বিএনপির সমাবেশ চলছে

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ চলছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

ধোলাইখাল এলাকায় তিনটি পিকআপের ওপর করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এর আগে সমাবেশে যোগ দিতে সকাল ১১টা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। ইতোমধ্যে সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তাছাড়া ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

আরো পড়ুন:

মেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়