ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ঈদে মিলাদুন্নবীতে জাপার দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ঈদে মিলাদুন্নবীতে জাপার দোয়া মাহফিল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপল‌ক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। দেশ ও মুস‌লিম উম্মাহর সুখ সমৃ‌দ্ধি কামনা ক‌রে মোনাজাত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ আ‌য়ো‌জিত মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, আকতার হোসেন দেওয়ান, এম এ সোবহান, শেখ মাসুক রহমান, মাহমুদ আলম, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা মেজর (অব.) আনিসুর রহমান, মহাসিন খান, মহানগর দক্ষিণ নেতা হাজী শাহজাহান, জহির উদ্দিন লিটন, মো.  হাবিব, মো. স্বাধীন, মো. সিরাজ, মো. মিন্টু, কফুর উদ্দিন কফু, মো. হাকিম, মো. জাহিদ, মো. জহির, মো. আকাশ, মেহেদী হাসান ইমন, মো. ফারুক, মো. সেলিম, আব্দুর রহমান প্রমুখ।

আরো পড়ুন:

/নঈমুদ্দীন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়