ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চ আজ 

কুমিল্লা থেকে মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৫ অক্টোবর ২০২৩   আপডেট: ০৮:৩৬, ৫ অক্টোবর ২০২৩
বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চ আজ 

বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় শেষ রোড মার্চ আজ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় কুমিল্লা থেকে ফেনী-মিরশ্বরাই-সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চের যাত্রা শুরু হবে।

ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় (খন্দকার ফুড গ্যালারি প্রাঙ্গণে) রোড মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে ফেনী, মিরশ্বরাই এবং সীতাকুণ্ডের ভাটিয়ারিতে পথ সভা শেষে চট্টগ্রামের কাজীর দেউড়ী গিয়ে রোড মার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চের প্রধান উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চের প্রধান সমন্বয়ক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা- চট্টগ্রাম রোড মার্চের সমন্বয়ক মোস্তাক মিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন।

সঞ্চালনায় থাকবেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

মেয়া/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়