ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান আবদুল মজিদ আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:২৩, ১২ অক্টোবর ২০২৩
খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান আবদুল মজিদ আর নেই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে. কর্নেল (অব.) আবদুল মজিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে মার যান আবদুল মজিদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন,  আবদুল মজিদ বহুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আবদুল মজিদ।

লক্ষ্মীপুর জেলার রামগতির সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী জানান, মরহুমের মরদেহ আজ রাত ১০টায় সিংগাপুর এয়ারলাইন্স যোগে ঢাকায় আনা হবে। তার প্রথম জানাযা আগামীকাল (শুক্রবার) সকাল ৮ টায় উত্তরা ১১ নং সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বতীয় জানাযা লক্ষ্মীপুররে দালাল বাজার ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ বাদ আছর এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। সবাইকে জানাযায় শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষথেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়