ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

আ.লীগ কার্যালয় পরিদর্শনে যাবে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১২ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:১৫, ১২ অক্টোবর ২০২৩
আ.লীগ কার্যালয় পরিদর্শনে যাবে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় (ফাইল ফটো)

বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে যাবে। 

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।

ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ। তার সঙ্গে আছেন মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি এবং জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি শনিবার ঢাকায় আসে। তারা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়