ঢাকা     শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৯ ১৪৩১

বিএনপির শীর্ষ দুই নেতা আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১৮ অক্টোবর ২০২৩   আপডেট: ০৮:২৪, ১৮ অক্টোবর ২০২৩
বিএনপির শীর্ষ দুই নেতা আটক

রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আবুল কালাম আজাদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে একই দিন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার রাজধানীর শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

আরো পড়ুন:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশ ও ডিবির এক অভিযানে দুলুকে আটক করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়