ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

রোববার জামায়াতও হরতাল ডে‌কে‌ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৮ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:২৬, ২৮ অক্টোবর ২০২৩
রোববার জামায়াতও হরতাল ডে‌কে‌ছে

বিএন‌পির মত ২৯ অক্টোবর (রোববার) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডে‌কে‌ছে জামায়াতে ইসলামী।

মহাসমা‌বেশে যোগ দি‌তে আসা তিন শতা‌ধিক নেতা‌কে গ্রেপ্তারের প্রতিবা‌দে শ‌নিবার (২৮ অক্টোবর) দল‌টির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা ক‌রেন।

হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর সহযোগিতা কামনা ক‌রেন তি‌নি।

হরতা‌লে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান আওতামুক্ত থাকবে ব‌লেও জানান বিবৃ‌তি‌তে।

জামায়া‌তের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ব‌লেন, রাজধানী ঢাকার শাপলা চত্বরে জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার হীন উদ্দেশ্যে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। মিটিং-মিছিল করা যে কোনো রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। জামায়াতের মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাস, লঞ্চ ও ট্রেন থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। সরকা‌রের এই অন‌্যায় গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানা‌চ্ছি।

নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়