ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

২৮ অক্টোবর সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৪, ৩ নভেম্বর ২০২৩
২৮ অক্টোবর সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বিএনপি ২৮ অক্টোবর শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দলটির সিনিয়র নেতারা যে সিদ্ধান্ত দিয়েছে, তা বাস্তবায়ন করেছে মাঠ পর্যায়ের কর্মীরা। সুতরাং দলটির নেতারা এর দায় এড়াতে পারেন না।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের দায় বিএনপির সিনিয়র নেতারা এড়াতে পারেন না বলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে চার্জশিট দেওয়া হবে। নির্দোষ হলে খালাস পাবেন।

এ সময় জেল হত্যা দিবস নিয়ে মন্ত্রী বলেন, কারাগারের মতো সবচেয়ে নিরপরাধ জায়গায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল, দেশের অগ্রযাত্রা রোধ করার জন্য। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সতর্ক থাকতে হবে। খুনিদের দেশে নিশ্চয়ই আনতে পারবো বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/মাকসুদ/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়