ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বিএনপির শক্তি মাটির অনেক গভীরে: মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ৪ নভেম্বর ২০২৩  
বিএনপির শক্তি মাটির অনেক গভীরে: মঈন খান

মঈন খান/ ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির শক্তি মাটির অনেক গভীরে। বিএনপির শক্তি হচ্ছে দেশের আপামর জনগণ। সে কারণে এত হামলা, মামলা, গ্রেপ্তারের পরও বিএনপি শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে রয়েছে।

শনিবার (৪ নভেম্বর) রাতে বিএনপির দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, যারা ভাবছেন সরকার প্রশাসনযন্ত্র ব্যবহার করে সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে ও মিডিয়ায় অপপ্রচারের সুযোগ নিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য ও নিশ্চিহ্ন করে দেবেন, তাদের উদ্দেশে বলতে হয়- বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার ভিত্তি হচ্ছে তৃণমূল জনগণের শিকড়ে। তার ওপরে রয়েছে মধ্য সারির ও স্থানীয় পর্যায়ের নেতা। এই দুয়ের ওপর ভিত্তি করে বিএনপি শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, বিএনপিকে যারা সমন্বয় করে দিকনির্দেশনা দেন, সেই কেন্দ্রীয় নেতাদের গত কয়েকদিন ধরে যাকে যেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সেখানেই তাৎক্ষণিকভাবে জনগণের মধ্য থেকে নতুন নেতৃত্ব গড়ে উঠছে।

মঈন খান বলেন, যতদিন না দেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে ততদিন আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কাজেই মিথ্যা মামলা-হামলা আর গ্রেপ্তার-আটকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমরা চাই জাতিকে এ সাংঘর্ষিক রাজনীতি থেকে মুক্ত করে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনবো এবং দেশের মানুষ মুক্ত নিশ্বাস নিয়ে স্বাধীন বাংলাদেশে সুখ-শান্তিতে তাদের ভোটাধিকারসহ সব মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবে। যার জন্য বীর মুক্তিযোদ্ধারা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন।

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়