ঢাকা     বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৭ নভেম্বর ২০২৩  
ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলাম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা হলেন– কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলাম।

সোমবার (৬ নভেম্বর) রাতে পুলিশ তাদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাইজিংবিডিকে বলেন, সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার সময় দুজন বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরে কোনো একসময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের তুলে নেয় পুলিশ।
পরে রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর ১২ নম্বরের ২ নম্বর অ্যাভিনিউর সি ব্লকের ৬ নম্বর বাসায় তাদের একজনকে নেওয়া হয়। পুনরায় রাত প্রায় ৪টার দিকে তাদের মিরপুর ১২ নম্বরের ওই বাসায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, বাসায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দুজনের জুতা সংগ্রহ করে। সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সব গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যাওয়া হয়। এ সময় বাসায় থাকা অপর ব্যক্তি (মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ। 

মেয়া/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়