ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চতুর্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:২২, ১২ নভেম্বর ২০২৩
চতুর্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

সরকারবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে চতুর্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। 

রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে সারা দেশে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল এবং জোটের ডাকা সর্বাত্মক অবরোধ চলছে। ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। 

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৩১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ১২টি, এতে ১ হাজার ৩৭০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, এসময়ে বিভিন্ন স্থানে আহত হয়েছেন তাদের ১০ জন নেতাকর্মী।

এর আগে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয়। 

মেয়া/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়