ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ডোনাল্ড লু’র চিঠির জবাব পাঠিয়েছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ১৬ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:৩৬, ১৬ নভেম্বর ২০২৩
ডোনাল্ড লু’র চিঠির জবাব পাঠিয়েছে বিএনপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিতে সরকারি দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিএনপির পক্ষে থেকে সেই চিঠির জবাব পাঠানো হয়েছে। 

বুধবার (১৫ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো চিঠিতে তার জবাব দেওয়া হয় বলে জানা গেছে। 

চিঠির জবাব পাঠানো বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সংলাপের আহ্বান জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠিতে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে দেশে কার্যত সংলাপের যে কোনো পরিবেশ নেই তাও উল্লেখ করা হয়েছে। 

দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে, তা উত্তরণে সরকারকেই বিরোধী দলের সঙ্গে আলোচনার উদ্যোগ ও পরিবেশ সৃষ্টি করতে হবে এবং সে দায়িত্ব সরকারের বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছ বলে জানান তিনি। 

মেয়া/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়