ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

নির্বাচন নিয়ে সংশয় আছে ব‌লে সময় নিচ্ছি: চুন্নু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:১৯, ২১ নভেম্বর ২০২৩
নির্বাচন নিয়ে সংশয় আছে ব‌লে সময় নিচ্ছি: চুন্নু

ছবি: সংগৃহীত

জাতীয় পা‌র্টির মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু ব‌লে‌ছেন, নির্বাচন নি‌য়ে এখনও আমরা সিদ্ধান্ত গ্রহণ ক‌রি‌নি। মানুষের মনে প্রশ্ন আছে, ভোটকেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কি না। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা ও সংশয় থাকার কার‌ণে আমরা ভোটের সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি।

মঙ্গলবার (২১ নভেম্বর) জাপা চেয়ারম‌্যা‌নের বনানী অফিসে এক প্রশ্নের জবা‌বে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

অপর এক প্রশ্নের জবা‌বে চুন্নু ব‌লেন, আমরা নির্বাচন কর‌লে কোন জোট বা মহাজোট করবো না, আমরা তিন শ’ আসনেই নির্বাচন করবো।

তি‌নি ব‌লেন, জাতীয় পার্টি বিশ্বাস করে, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয়। গেলো ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই কথা আছে। এমনকি, তত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে যারা জিতেছে, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা ক্ষমতায় যেতে পারেনি তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচনব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব নয়।

নির্বাচন সুষ্ঠু করতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

চুন্নু ব‌লেন, আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি, নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বিভিন্ন মহল স্বার্থসিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে জা‌নি‌য়ে দল‌টির মহাস‌চিব ব‌লেন, গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই।

তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদ গতকাল দুবার ফোন করে আমাকে বলেছেন, তার এবং তার ছেলের জন্য মনোনয়ন ফরম নেবেন। কিন্তু কেউই মনোনয়ন ফরম নিতে আসেনি। আজ হয়তো আসতে পারেন।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়