ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিবের বৈঠক
রুদ্ধদ্বার বৈঠক শেষে হাসি মুখে ছবি তোলেন ওবায়দুল কাদের ও সাকিব আল হাসান
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চান ক্রিকেটার সাকিব আল হাসান। এই অলরাউন্ডার সংগ্রহ করেছেন তিনটি আসনের মনোনয়ন। কিন্তু দলের টিকিট পাবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নৌকার মাঝি হতে বেশ দৌড়ঝাঁপ করছেন সাকিব আল হাসান।
এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের রুমে ওই বৈঠক করেন তিনি।
প্রায় আধা ঘণ্টা দরজা বন্ধ করে বৈঠক করেন ওবায়দুল কাদের ও সাকিব। কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কেউ কথা বলেননি। তবে দলের নেতাকর্মীদের ধারণা, দলের টিকিট নিশ্চিত করতেই ছুটে এসেছিলেন ক্রিকেটার সাকিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বেরিয়ে যান।
উল্লেখ্য, সাকিব মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
ঢাকা/হাসান/এনএইচ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম