ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

হরতাল সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৩০ নভেম্বর ২০২৩  
হরতাল সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে অষ্টম দফায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহ্উদ্দিনের নেতৃত্বে রাজধানীর সংসদ ভবন এলাকা অভিমুখে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল খান, ছাত্রদল নেতা শামীম মন্ডল, সাবেক আহ্বায়ক সদস্য মো. ইমরান হোসেন, ছাত্রনেতা মো. আনোয়ার উল্লাহ সোহেল, সেলিম হোসেন, পাভেল হোসেন, নিজাম উদ্দিন অভি, রাকিবুল হাসান শিশির।

আরো পড়ুন:

আরও উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল হোসেন, নিজামুল মিরাজ, তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম ড্যানিস, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি, গুলশান থানা ছাত্রদলের সভাপতি নাইম সেন্টু, সহ-সভাপতি ইমরান খান, বাড্ডা থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হৃদয়, জাকারিয়া, সাগর হোসেন প্রমুখ।

/শান্ত/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়