ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিএনএম’র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:২০, ১ ডিসেম্বর ২০২৩
বিএনএম’র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার 

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম’র প্রার্থী হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মতিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। 

পড়ুন- বিএনপির যুগ্ম আহ্বায়ক এখন বিএনএম’র মনোনীত প্রার্থী 

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম জানান, আব্দুল মতিন কাউকে না জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম’র প্রার্থী হয়েছেন। এজন্যই তাকে বহিষ্কার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের কাছে বিএনএম’র প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেন আব্দুল মতিন।

শিয়াম/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়