ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

রাজধানীতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৭ ডিসেম্বর ২০২৩  
রাজধানীতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নির্বাচনি তফসিল বাতিল, দলীয় নেতাদের মুক্তি ও বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (৮ ডিসেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা থাকবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিবৃতিতে নেতারা বলেন, অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের নামে তামাশা বন্ধ করতে হবে। বাকপ্রতিবন্ধী ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কোনো প্রকার টালবাহানা দেশবাসী দেখতে চায় না। দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। বিস্ফোরণের দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ৭ জানুয়ারি বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়