মজুরি আন্দোলনে করা মামলা প্রত্যাহারের দাবি
মজুরি আন্দোলন চলাকালে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
শুক্রবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ দাবি জানায় সংগঠনটি।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ রতন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, ঢাকা মহানগরের সহ-সভাপতি আফজাল হোসেন, মনির হোসেন মলি, আলমগির হোসেন, দাউদ আলী মামুন, লুৎফর রহমান, পাকির আলী প্রমুখ।
বক্তারা শ্রম আইন সংশোধনের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, নিত্যপণ্যের বাজারমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় সব শ্রমিকের মজুরি পুনঃনির্ধারণ, মজুরি আন্দোলনে শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি এবং ছাঁটাই-নির্যাতন-হয়রানি বন্ধ করে অবাধ ট্রেড ইউনিয়ন চর্চার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
মামুন/রফিক