আ.লীগ-জাপা বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বনানীর একটি বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ছিলেন। জাতীয় পার্টির পক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) ও আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গণতান্ত্রিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। সারা দেশে যেভাবে নির্বাচনি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত কীভাবে রাখা যায় এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন কীভাবে করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো এগিয়ে না এলে তা সম্ভব নয়। এই আলোচনা চলমান থাকবে। আগামীকাল ও পরশু আবার আলোচনা হতে পারে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আমাদের সৌহাদ্যপূর্ণ আলোচনা হয়েছে। নির্বাচনকে অর্থবহ করার জন্য অনেক সুন্দর আলোচনা হয়েছে। নির্বাচন যাতে প্রতিযোগিতামূলক হয় সেই বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।’
আসন সমঝোতা নিয়ে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী দু-এক দিনের ভেতর সমস্ত বিষয়গুলো যৌথভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
পারভেজ/ইভা