ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

জনগণের বিরুদ্ধে কোনো সরকার থাকতে পারেনি: ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১৫ ডিসেম্বর ২০২৩  
জনগণের বিরুদ্ধে কোনো সরকার থাকতে পারেনি: ব্যারিস্টার খোকন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আমি মনে করি, এ নির্বাচন হবে না। হলেও আপনারা (আওয়ামী লীগ) থাকতে পারবেন না। জনগণের বিরুদ্ধে বাংলাদেশে কখনো কোনো সরকার থাকতে পারেনি। আওয়ামী লীগও থাকতে পারবে না। জনগণের জয় হবে।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘ভোট বাঁচাও-দেশ বাঁচাও, গণতন্ত্র রক্ষা কর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে ড. রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একাংশ।

মাহবুব উদ্দিন বলেন, আওয়ামী লীগের সাথে সামরিক শাসনের পার্থক্যটা কী? সামরিক শাসনের সময় অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালায় না। আওয়ামী লীগও গত ১৫ বছর জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালায়নি। নির্বাচন আসলে তারা ষড়যন্ত্র করে। ২০১৪ সালে ষড়যন্ত্র করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছিল, সরকারি অফিসের লোক ব্যবহার করেছিল। ২০১৮ সালে ষড়যন্ত্র করেছে। রাতের বেলা ভোট দিয়েছে। 

আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকতে চায়, আমরা কেন নির্বাচনের বিরোধিতা করছি, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যার গত নির্বাচনে ৫০ হাজার টাকা ছিল। রিকশা, সিএনজিতে করে সংসদে আসতেন। তারা এখন কোটি কোটি টাকার মালিক। গত ১৫ বছরে তারা লুটপাট করেছে। এবারও লুটপাট করার জন্য তারা বিনা ভোটে ক্ষমতায় যেতে চায়। গত ১৫ বছর আপনারা (আওয়ামী লীগ) রাষ্ট্রের সম্পদ লুটপাট করার জন্য নির্বাচন করছেন। মজা পেয়ে গেছেন। আবার লুটপাট করতে চায়। এজন্য আবার কাউকে না নিয়ে একতরফা নির্বাচন করতে চায়। আমরা ভোটে যাচ্ছি না। কারণ, এটা প্রমাণিত—শেখ হাসিনার অধীনে গত ১৫ বছরে কোনো নির্বাচন সুষ্ঠু-সুন্দর হয়নি। জনসমর্থহীন দল আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ খান খান হয়ে যাবে। কারণ, তারা নিজেরাই মারামারি করবে। আওয়ামী লীগও শেষ, দেশও শেষ করলো তারা। জনগণের আন্দোলন চলছে, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এজন্য তাকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকার চাই। আন্দোলন চলবে। নির্বাচন নিয়ে জনগণের উৎসাহ নেই। সবাই আন্দোলন চালিয়ে যাবে। 

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ বক্তব্য রাখেন।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়