ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৩  
রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ১২তম কর্মসূচি সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। এ সময় রাস্তায় আগুন জালিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে মিছিল করেন তারা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ।

আরো পড়ুন:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, জসিম শিকদার রানা সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর  ছাত্রদল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য এ.এস.এম. জাহিদ সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদ মো. ইকবাল হোসেন, রাফিজুল হাই রাফিজ, এবিএম মাহমুদ সরদার, মো. আরিফুল হক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, নাদির শাহ পাটোয়ারী, আতাউর রহমান খান, ফয়সাল আহম্মেদ সোহেল, আলি জাহ্ আহম্মেদ মিজান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাসরিন রহমান পপি, আজিজুল হক জিয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, মাজহারুল ইসলাম মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মাকসুদা মনি, আনিচুর রহমান খান, শারমিন সুলতানা রুমা।

এছাড়া ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা খান, সাবেক ছাত্রনেত্রী তানিয়া আকতার, মহানগর উত্তর ছাত্রদল নেত্রী জোবায়দা ইসলাম জেরিন, জয়া, ঢাকা কলেজ ছাত্রদল সহ সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বিএম কাওসার-সাধারণ সম্পাদক ৭১ হল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ ভূঁইয়া, আসাদুল ইসলাম সোহেল, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ, ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম ইমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি আব্দুল মমিন, বাগেরহাট জেলা যুবদল সহ-সভাপতি কাজী মনজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বরের পর নির্বাচনের প্রচার- প্রচারনা ছাড়া সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার পরও তা অমান্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়