ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারও নেই: আ.লীগ প্রার্থী সবুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৭, ২৮ ডিসেম্বর ২০২৩
নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারও নেই: আ.লীগ প্রার্থী সবুর

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-১ আসনে নৌকার মাঝি ইঞ্জি. আবদুস সবুর বলেন, সরকারি পয়সায় চলেন, সরকারি বাসায় থাকেন, নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন- তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই মার্কা আমাদের স্বাধীনতা দিয়েছে। এই নৌকার কারণে বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে, সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে, এই নৌকার বিরুদ্ধে অবস্থান করা, এই নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারও নেই।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে নৌকার প্রচারণার পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, নৌকার উপর যদি কেউ আঘাত আনতে চায়, আমরা অতীতেও দেখেছি অনেক বড় বড় নেতা নৌকাকে আঘাত করে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, আর আপনারা তো পাতি নেতাও না। আপনাদেরও ডাস্টবিনে নিক্ষেপ করা হবে।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, নৌকাকে যারা ফোটা করার জন্য বলে তাদের ফোটা করে দেওয়া হবে। নৌকার উপর আঘাত আনলে তাদের প্রতিরোধ করতে হবে। তাদের ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে।

ইঞ্জি. সবুর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা ১২টি ইউনিয়নের সভা করেছি। আজকের ১৩ নম্বর ইউনিয়নের পথসভা করছি, আমরা দেখেছি মানুষের উচ্ছ্বাস আনন্দ, আমরা দেখেছি অনেক উদ্দীপনা। আপনারা পথসভাকে জনসভায় রূপান্তরিত করেছেন। প্রতিটি ইউনিয়নে আমার মা বোনেরা, তোমার ভাই ও ছেলেরা, আমার যুবক তরুণ পেশাজীবী ভাইয়েরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বাগত জানিয়ে রাস্তায় নেমে এসেছেন। 

তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারী যারা বার বার নৌকার সঙ্গে বিদ্রোহী করে। আমাদের প্রিয় নেতা সাধারণ সম্পাদকের ভাষায়, হাইব্রিড, কাউয়াদের কোন দল নাই। তারা সব সময় সুবিধা নিতে জানে। তাদের কোন আদর্শ নাই। তারা সুযোগ সন্ধানী। দাউদকান্দির এক ইউনিয়ন চেয়ারম্যান বঙ্গবন্ধুর কন্যাকে বলেছে ভুয়া, তারা নৌকাকে ফোটা করে দিতে চায়। কারা আমাদের নেতাকর্মীদের হুমকি দেয়? এটাও আমাদের বুঝতে হবে, জানতে হবে। এটা মনির ভূঁইয়ার ভাষায় আমরা নিশ্চিত হয়েছি। 

 

আব্দুস সবুর বলেন, যেদিন থেকে সরকার গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেবে, সেদিন থেকেই আপনাদের এখানে গ্যাস দেওয়া হবে। স্কুল-কলেজ পরিকল্পিত উপায়ে সংস্কার করা হবে। গ্রাম পর্যায়ে সব রাস্তা পাকা করা হবে। উন্নয়নের স্বার্থে আমরা একটি শিক্ষাবান্ধব দুই উপজেলা গড়ে তুলবো। আমরা সুযোগ পেলে তিতাস দাউদকান্দিতে মেডিক্যাল কলেজ করা হবে। পলিটেকনিক ইনস্টিটিউট করা হবে। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করা হবে। আমাদের ছেলেমেয়েরা যাতে জ্ঞান-বিজ্ঞানে শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য আইটি ভিলেজ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, আমরা কুমিল্লা-১ আসনে ২৪৯ নম্বর বগির যাত্রী, আমরা কুমিল্লা সব আসনের মধ্যে এক নম্বর হতে চাই। ইতোমধ্যে একটা জরিপ হয়েছে, এই জরিপে আপনারা আমরা সকলেই দল-মত নির্বিশেষে শেখ হাসিনার নৌকাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছি।

এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পথসভা করছেন নৌকার মাঝি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সকাল থেকেই তিতাস উপজেলা বিভিন্ন ইউনিয়নে পথসভা করছেন তিনি। এ সময় তিনি কাশিপুর, রঘুনাথপুর, দড়িকান্দি হইয়া দুলারামপুর বাজারে পথসভা করেন। এ ছাড়া, তিনি মানিককান্দি, রতনপুর, দাসকান্দি, পোড়াকান্দি, নারান্দিয়ার আসমানিয়া বাজার, ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজার, দাসকান্দি ও আনন্দ বাজারে পথসভা ও গণসংযোগ করেন। 

এ সময় পথসভায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. আনিসুর রহমান সরকার, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাংবাদিক শাহজাহান, সদস্য নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান মুন্সী, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, সমাজকল্যাণ সম্পাদক মো. মোসলেম মিয়া, প্রচার সম্পাদক জাকির মুন্সি, ভিটিকান্দি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা।  

আরও ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু প্রমুখ। 

পার‌ভেজ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়