দেশ ও গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন দিতে হবে: বাবলা
দেশ ও গণতন্ত্রের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।
তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু সরকার যদি নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে গণতন্ত্র, প্রশ্নবিদ্ধ হবে সাংবিধানিক ধারা। তাই, দেশ ও গণতন্ত্রের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সরকারকে উপহার দিতে হবে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচনী এলাকায় প্রচারণাকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা জানান।
বাবলা বলেন, শ্যামপুর-কদমতলীর যে এলাকায়ই গণসংযোগ করতে গিয়েছি সবাই আমাকে বলেছে, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেন। অর্থাৎ ভোটাররা অবাধ ভোট নিয়ে শঙ্কিত। কিন্তু আমি বলতে চাই, কোনও কূটকৌশল করে ঢাকা-৪ আসনে লাঙলের জয় ঠেকানো যাবে না।
লাঙল মার্কায় ভোট চেয়ে বাবলা সকালে কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ডের ঋষিপাড়া ইসলামাবাদ এলাকায় গণসংযোগ করেন। বিকেলে শ্যামপুর থানার ৪৭ নং ওয়ার্ডে ডিআইটি প্লট চত্বরে, সন্ধ্যায় জুরাইন রেলগেইট এবং রাতে ৫৪ নং ওয়ার্ডের হাফেজ নগর এলাকায় পথসভা করেন।
গণসংযোগকালে বাবলার সাথে উপস্থিত জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শাহনাজ পারভীন, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নঈমুদ্দীন/এনএইচ