ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

কমনওয়েলথ পর্যবেক্ষকদের সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি আ.লীগের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৪৬, ৫ জানুয়ারি ২০২৪
কমনওয়েলথ পর্যবেক্ষকদের সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি আ.লীগের

কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে আ.লীগের প্রতিনিধিদলের বৈঠক। ছবি: রাইজিংবিডি

কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। বৈঠকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক হয়।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।  এদিকে, ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

পড়ুন: ওআইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

/পার‌ভেজ/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়