ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না: শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৮:৫৪, ৭ জানুয়ারি ২০২৪
বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না: শেখ হাসিনা

ভোট দেওয়া শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তিনি ভোট দেন। এ সময় তার স‌ঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা উপ‌স্থিত ছি‌লেন। তারাও এই কে‌ন্দ্রে তা‌দের ভোট দেন।

ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে বিশ্বাস করেন না।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

/পারভেজ/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়