ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মঙ্গলবার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৮ জানুয়ারি ২০২৪  
নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মঙ্গলবার 

৭ জানুয়ারির নির্বাচনকে ‘প্রহসনের ডামি নির্বাচন’ আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করবে দলটি। 

সোমবার (৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। দলটির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেবেন।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়