জিএম কাদের-চুন্নুদের অপসারণ চান নেতাকর্মীরা, বনানী অফিস ঘেরাও
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত জাপা অফিস। ছবি: রাইজিংবিডি
নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহসুদ, রেজাউল ইসলাম ভু্ইয়ার অপসারণ চেয়েছেন দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।
জিএম কাদের, চুন্নুদের আসার খবর পেয়ে বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে তারা চেয়ারম্যানের বনানী অফিসে ভিড় করতে শুরু করেছেন। মাঠ পর্যায়ের এসব নেতাকর্মী কাদের, চুন্নুদের বিরুদ্ধে ‘অ্যাকশন অ্যাকশন, কাদের চুন্নুর বিচার চাই,’ শ্লোগান দিচ্ছেন। ঘেরাও করে রেখেছেন চেয়ারম্যানের বনানী অফিস। তারা কাদের, চুন্নু, শেরিফা, রেজাউল, অনিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল থেকে অপসারণ চান। নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সামাল দিতে পুলিশ অবস্থান নিয়েছে বনানী অফিসে। তারা অফিসের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। নেতাকর্মী কাউকে ঢুকতে দিচ্ছে না। নেতাকর্মীরা বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এদিকে, উত্তপ্ত পরিস্থিতি টের পেয়ে দলটির চেয়ারম্যান ও মহাসচিব এখনও বনানী অফিসে আসেননি। শপথ নিতে আজ সকালে বনানী অফিসে নতুন এমপিদের নিয়ে বৈঠক করার কথা থাকলেও শপথ নিতে সংসদে চলে গেছেন। বিরোধীদলের উপনেতার কক্ষে বৈঠক শেষ করে শপথ গ্রহণ করেন।
বনানী অফিসে অবস্থান নিয়েছে পুলিশ। ছবি: রাইজিংবিডি
বনানী অফিসে বিক্ষোভে যোগ দিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও আশেপাশের জেলার নেতাকর্মীরা। আছেন দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, সরদার শাহজাহানসহ নির্বাচনে অংশ নেওয়া দলের প্রার্থীরাও। তাদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা।
পড়ুন: জিএম কাদের-চুন্নুর বিরুদ্ধে একাট্টা নেতাকর্মীরা, ক্ষোভের বিস্ফোরণের শঙ্কা
/নঈমুদ্দীন/এসবি/