এনডিএম’র কাউন্সিল: ববি হাজ্জাজ চেয়ারম্যান, মোমিনুল মহাসচিব
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ আবারও দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মহাসচিব হয়েছেন দলের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলের প্রথম কাউন্সিলে নতুন এ কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ৮৩ সদস্যের করা হয়েছে। নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা হলেন—উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, জনসংযোগ ও সমাজকল্যাণ সম্পাদক মো. এমরান চৌধুরী, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ; ধর্ম, সংখ্যালঘু এবং পার্বত্যবিষয়ক সম্পাদক ড. আব্দুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. দিদারুল ইসলাম প্রমুখ।
কাউন্সিলে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে এবার ঘুঘুর ফাঁদ দেখানোর সময় চলে এসেছে। জনগণের সাথে বারবার প্রতারণা করার ফল এবার দলটি পাবে। নিজ দলের ভিতর কোন্দল উস্কে দিয়ে যেনতেন প্রকারে ক্ষমতা থাকার স্বাদ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা তারা অচিরেই টের পবে।’
তিনি বলেন, ‘শরিফ থেকে শরিফার গল্প মূলত আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। কারণ, তারা গণতান্ত্রিক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় এসে বিগত ১৫ বছরে মাফিয়া হয়ে উঠেছে। তারা সার্জারি করে নিজেদের রাজনৈতিক জেন্ডার পরিবর্তন করে ফেলেছে। এই সরকারকে হঠানোর জন্য আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছি। তার অংশ হিসেবেই আজকের এই বিশেষ কাউন্সিল।’
ববি হাজ্জাজ আরও বলেন, ‘বিতর্কিত পাঠ্যক্রম পরিবর্তন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে। এ দেশে কোনো আঞ্চলিক পরাশক্তির আধিপত্যকে আমরা মেনে নেবো না। আগামীর বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশ।’
কাউন্সিল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেন দলের নবনির্বাচিত মহাসচিব মোমিনুল আমিন।
নঈমুদ্দীন/রফিক