হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
টানা ৫ মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার এক মাসের মাথায়, ডাক্তারের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আবারও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা করে ১২টার সামান্য পরে বাসায় পৌঁছান বেগম খালেদা জিয়া।
এর আগে, প্রায় ৫ মাস এভারকেয়ার হাসপাতালে ছিলেন বেগম খালেদা জিয়া। কয়েক দফায় কয়েক ধরনের চিকিৎসার পর গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। এ সময় তার শারীরিক অবস্থার কারণে তাকে কেবিন থেকে কয়েকবার সিসিইউতেও স্থানান্তর করা হয়েছিল।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে তার একটিতে রিং পরানো হয়।
মেয়া/এনএইচ