ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

কারাবন্দি স্বপন ও এ্যানির পরিবারের পাশে বিএনপির নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৪  
কারাবন্দি স্বপন ও এ্যানির পরিবারের পাশে বিএনপির নেতারা

তিন মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, কারাবন্দি নেতাদের বাসায় গিয়ে তাদের স্বজনদের খোঁজ-খবর নিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জহির উদ্দিন স্বপন ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। এ সময় তারা প্রতিশ্রুতি দেন যে, যেকোনো পরিস্থিতিতে কারাবন্দি নেতাদের পরিবারের পাশে থাকবে বিএনপি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের কয়েকদিন আগে গ্রেপ্তার হন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর পুলিশের দায়ের করা মামলায় জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

মেয়া/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়