ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আ.লীগের ‘এ’ এবং ‘বি’ টিম নিয়েই বর্তমান সংসদ: জয়নুল আবদীন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪  
আ.লীগের ‘এ’ এবং ‘বি’ টিম নিয়েই বর্তমান সংসদ: জয়নুল আবদীন

বর্তমান সংসদ আওয়ামী লীগের ‘এ’ এবং ‘বি’ টিমের সম্মিলন অভিযোগ করে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বর্তমান সংসদ আ.লীগের ‘এ’ এবং ‘বি’ টিম। এ ডামি সংসদ বেশিদিন টিকবে না।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীন পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আবদীন ফারুক বলেন, জনগণের ম্যান্ডেট না থাকায় বর্তমান সংসদ অবৈধ। তাই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীন শিগগির নির্বাচন দিতে হবে।

নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তিনি বলেন, গত ২৮ অক্টোবরের পর থেকে ২৯ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কারা হেফাজতে এ পর্যন্ত ১৩ নেতার মৃত্যু হয়েছে। এ জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।

মেয়া/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়