ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে: জিএম কাদের 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
মেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে: জিএম কাদের 

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বইমেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে। জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম। বইমেলা যেমন লিখতে উৎসাহিত করে, তেমনি পাঠক সৃষ্টিতেও বইমেলার অবদান অসামান্য। বই প্রকাশ বিক্রিও উৎসাহিত করে বইমেলা। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার বই উন্মোচন মঞ্চে জাতীয় পার্টি নেতা মেজর সিকদার আনিসুর রহমান (অব.) রচিত ‘দেশ প্রেমিক’ বইয়ের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, পার্টি চেয়ারম্যান’র উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, খলিলুর রহমান খলিল, বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য সামসুল হুদা মিঞা, মোখলেছুর রহমান বস্তু, কাজী মামুন প্রমুখ।

নঈমুদ্দীন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়