ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

রাজধানীর পল্লবী থানার ঝিলপাড় বস্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় আমিনুল হক বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। সাধারণ মানুষের জন্যই তাদের রাজনীতি। যখন একটি পক্ষ পুরো রাষ্ট্রকে বিলীন করে দেওয়ার চক্রান্ত করছে তখন বিএনপি অতন্দ্রপ্রহরীর মতো স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অকাতরে জীবন বিসর্জন করছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা আর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে রাজপথের আন্দোলন করছে।

আরো পড়ুন:

তিনি বলেন, সে আন্দোলনে দেশের আপামর জনসাধারণ অকৃত্রিম সমর্থন দিয়ে, সাহস দিয়ে, পাশে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যার বাস্তব প্রতিফলন ঘটেছে ৭ জানুয়ারির নির্বাচনে। সরকারের বিভিন্ন হুমকি-ধমকি আর প্রলোভনেও কেউ ভোট দিতে যায়নি। এই জনগণকে সঙ্গে নিয়ে তাদের চলমান আন্দোলনকে চূড়ান্তরূপে সফল করা হবে।

এ সময় রূপরগর-পল্লবী এলাকার স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি পল্লবীর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে দুই শতাধিক পরিবার ক্ষতগ্রস্ত হয়।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়