ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোলাম আরিফ টিপুর মৃত্যুতে বাসদের শোক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৫ মার্চ ২০২৪  
গোলাম আরিফ টিপুর মৃত্যুতে বাসদের শোক 

গোলাম আরিফ টিপু। ছবি: সংগৃহীত

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও তার ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে তিনি দীর্ঘদিন থেকে ভুগছিলেন। সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি বলেন, টিপু ছিলেন একজন পুরোপুরি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ। তার মৃত্যুতে দেশ একজন অকুতোভয় সৈনিক, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার জনদরদী দেশপ্রেমিকে হারালো।

শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

/মামুন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়