বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের পাঁচুরিয়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ, দোয়া, ইফতার মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
শনিবার (১৬ মার্চ) খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয়, জেলা ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু, সিনিয়র সহসভাপতি ও মানিকগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মহিয়ার শিপার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার লিয়াকত হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম মনোয়ার, জেলা যুব দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আ. খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব।
এছাড়া উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কাউসার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট জেলা কমিটির যগ্ম আহ্বায়ক মিঠু রবি দাস, বানিয়াজুরী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, হাবিবল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহীন, আ. হাকিম, শিবালয় যুবদল যুগ্ম সম্পাদক মহিবুর রহমান, মানিকগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি আব্দুল করিম ও সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন আলমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, ২০১১ সালের ১৬ মার্চ বর্ষীয়ান এই রাজনীতিবিদ, ভাষা সৈনিক, পাঁচবারের সংসদ সদস্য বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খোন্দকার দেলোয়ার বিএনপির মহাসচিব নিযুক্ত হন।
/মেয়া/এসবি/