ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আ.লীগের খুলনা বিভাগের নেতাদের সঙ্গে কেন্দ্রের মতবিনিময় বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:১৪, ৩ এপ্রিল ২০২৪
আ.লীগের খুলনা বিভাগের নেতাদের সঙ্গে কেন্দ্রের মতবিনিময় বৃহস্পতিবার

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ নিরসনে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এবার খুলনা বিভাগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করবে কেন্দ্রের সাংগঠনিক দায়িত্বশীল নেতারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ  বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

এতে বলা হয়, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এবং সাংগঠনিক বিষয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি।

সভাপতিত্ব করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। সঞ্চালনা করবেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলা ও উপজেলাসমূহের নেতা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 /পারভেজ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়