গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে: মঈন খান
বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। রাজপথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার (০৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ সভাপতি এস এম জাহাঙ্গীর ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, পৃথিবীর অন্য কোনো দেশের বিরোধীদলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই। এত নির্যাতন নিপীড়নের ইতিহাস নেই। বিরোধীদলের বিরুদ্ধে এক লাখের বেশি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে দেশ রয়েছে ২০০টি, অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর এত মামলা দিয়েছে বলে আমাদের জানা নেই।
মঈন খান বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার শোষণ করতো। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সব সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। দেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারাদিন রোজা রেখে মানুষ ঠিক মতো ইফতার করতে পারে না। দ্রব্যমূল্যের যা অবস্থা, বাজার থেকে কিছু কেনা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারকে এসবের জন্য জবাব দিতে হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বিষয়ে তিনি বলেন, ধোকাবাজি প্রহসনের নির্বাচনে আমরা যাবো না। জনগণের ইচ্ছায় নির্বাচনে যাবো। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে কি না। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।
/মেয়া/এসবি/