বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মিন্টু
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আব্দুল আউয়াল মিন্টু। ফাইল ফটো
বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুকে ব্যথা অনুভব করায় আব্দুল আউয়াল মিন্টুকে শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, দুপুরে তার শারীরিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আব্দুল আউয়াল মিন্টুর রোগমুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।
মেয়া/কেআই