থাইল্যান্ড গেলেন আব্দুল আউয়াল মিন্টু
আব্দুল আউয়াল মিন্টু। ফাইল ছবি
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১ টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজ যোগে তিনি ঢাকা ত্যাগ করেন বলে রাইজিংবিডিকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চিকিৎসকদের বরাত দিয়ে শায়রুল জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে আব্দুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য আজ থাইল্যান্ড পাঠানো হয়েছে। সেখানকার বুমরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা করার কথা রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে।
আব্দুল আউয়াল মিন্টুর রোগমুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।
/এমএ/এসবি/