ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিকেলে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১ মে ২০২৪   আপডেট: ১২:৩১, ১ মে ২০২৪
বিকেলে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ শেষে বর্ণাঢ্য শ্রমিক শোভাযাত্রা রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

বুধবার (১ মে) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ করবে দলটি।

নয়াপল্টনে বিপুল জনসমাগমের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আরো পড়ুন:

শ্রমিক দলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতা ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই কর্মসূচির জন্য ঢাকার পুলিশ কমিশনারকে অবগত করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সমাবেশ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতির টার্গেট নেওয়া হয়েছে। এজন্য গত দুই সপ্তাহ ঢাকার দুই মহানগর ও ঢাকা বিভাগের জেলাগুলোকে নিয়ে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেছে দলটি। তীব্র গরমের কারণে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে সমাবেশের সব আয়োজন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়