নয়াপল্টনে জড়ো হচ্ছেন শ্রমিকদল নেতারা

ছবি: রাইজিংবিডি
শ্রমিক সমাবেশ এবং শোভাযাত্রা উপলক্ষে তীব্র রোদের মধ্যে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বুধবার (১ মে) জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এ আয়োজন করা হচ্ছে।
বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শ্রমিক সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
এরই মধ্যে নয়াপল্টনে সমাবেশের মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
/এমএ/এসবি/