মধুখালির শ্রমিক হত্যার প্রতিবাদ
শুক্রবার সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফরিদপুরের মধুখালিতে হাফেজে কুরআন দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দুই সহোদর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ১ মে পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেয় দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ সময়ে জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তিনি।
রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে জুমার নামাজের পর ইসলামী আন্দোলন ঢাকা জেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য রাখার কথা রয়েছে।
সভাপতিত্ব করবেন ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন।
দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শুক্রবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে বৃহস্পতিবার তিনি বলেন, মধুখালির হত্যাকাণ্ডের ঘটনা উগ্রবাদীদের পরিকল্পিত হত্যাকাণ্ড। সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। ভারতের কাছে দেশকে ইজারার দিয়ে হলেও সরকারের ক্ষমতা চাই।
তিনি বলেন, উগ্রবাদীরা পূজার নামে নাঙ্গা তলোয়ার হাতে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। মন্দিরে আগুন দেওয়ার অজুহাতে কোনপ্রকার তদন্ত ছাড়াই দুই সহোদর হাফেজে কুরআন শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এ ঘটনা দেশ ও মুসলিম উম্মাহর জন্য অশনি সংকেত। তিনি ফরিদপুরের মধুখালির ঘটনার বিচার দাবি করেন।
নঈমুদ্দীন/এনএইচ